Shohid Hossain Iqbal Welfare Association

সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্যঃ

 

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রার উপর ভিত্তি করে এবং চতুর্থ শিল্পবিল্পব মোকাবেলায় পিছিয়ে পড়া
স্থানীয় জনগোষ্ঠী এবং তরুনদেরকে দক্ষ করে গড়ে তোলে এবং বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে ২০৪১ সালের
ট্রিলিয়ন ডলার ইকোনোমির স্মার্ট বাংলাদেশ বিনির্মানই র্ম আমাদের এই সামাজিক এবং অরাজনৈতিক সংগঠনের মলূ প্রতিপাদ্য বিষয়।

সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মলূ লক্ষ্য এবং উদ্দ্যেশ্যঃ

১.দক্ষ জনগোষ্ঠী তৈরী করা।
২. অনগ্রসর জনগোষ্ঠী এবং তরুনদের দক্ষতার উন্নয়ন এবং বদ্ধ্বিৃ তে কাজ করা।
৩.সমস্যা সমাধানের মাধ্যমে তরুনদের ক্রিটিকাল থিংকিং এবং ইমোশোনাল ইন্টেলিজেন্স কে তরান্বিত এবং
প্রসারিত করা
৪.শ্রীমংগলের সব শ্রেনীপেশার মানষুকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সবার মতামত, আইডিয়া এবং
পরামর্শের মাধ্যমে একটি সুন্দর সামাজিক কার্যক্রমকে অব্যাহত রেখে তরুনদের ভালো কাজে ব্যাস্ত এবং
উৎসাহিত করা,যাতে তারা মাদক এবং অন্যান্য অনৈতিক কার্যক্রমে জড়িয়ে না পড়ে।
৫. নারী উদ্যোক্তাতা তৈরীর লক্ষে দীর্ঘমেয়াদী ট্রেইংনিং প্রোগ্রামের ব্যাবস্থ্যা এবং পরবর্তীতে সাহায্য করা।
৬.ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে বিভিন্ন কর্মশালা র্ম (সিভি
রাইটিং,স্পিকিং,কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং,রাইটিং এবং ইন্টারভিউ ইত্যাদি।
৭.শ্রীমংগলের মানষুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বিষয়ে সচেতন করে গড়ে তোলা এবং তাদের
অধিকার সম্পর্কে অবগত করা।
৮.সাবলম্বী নামের প্রজেক্ট এর মাধ্যমে অভাবী এবং ঋনগ্রস্থদের ছোট ব্যাবসার ব্যাবস্থা করে দেয়া (SDG-1:No
Poverty)।
৯.প্রজনন এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা (SDG-3:Good Health and Well-being)।
১০.প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের ট্রেইনিং প্রোগ্রামের ব্যাবস্থা করা এবং কারিগরি শিক্ষার
প্রতিষ্ঠান চালুকরা(SDG-4:Quality Education)।
১১.জেন্ডার বৈষম্য দরীকর ূ নে নারীদের আত্ননীর্ভরশীল করে তোলা(SDG-5:Gender Equality)।
১২.শ্রীমংগলে রোড সেইফটি নিয়ে জনসচেতনতা তৈরী করা এবং প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিয়ে একটি
সমন্বয় তৈরী করা (SDG-11:Sustainable cities and communities)।
১৩.বক্ষৃ রোপন এবং waste management /ময়লা-আবর্জনা ব্যাবস্থাপনা(SDG-13:Climate Actions)।
১৪.নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধ এবং প্রতিরক্ষা(SDG-16:Peace,justice and strong institutions)।
১৫.স্থানীয়,জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজের প্রচার,প্রসার এবং সুযোগ বদ্ধিৃ করা(SDG-17:Partnership
for the goals)।
১৬.বিনামল্যে ূ খাদ্য বিতরন কর্মসর্ম ূচী(SDG-2: Zero Hunger)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart